ধর্ম, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে অনন্য দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয়টি ঐতিহ্যের ধারক ও বাহক। নিম্নে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো। ১. শিক্ষার প্রসারঃ (ক) প্রাথমিক শিক্ষাঃ প্রাথমিক শিক্ষা শিক্ষর ভিত রচনা করে। এখানেই শিশুরা শিক্ষার বীজ বপন করে। যে গ্রামে যত আগে প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে সে গ্রাম তত বেশি উন্নত। নিহালের নোয়াগাও গ্রামের প্রাথমিক শিক্ষায় অনীল চক্রবতীর দাদা রজনী বাবুর পাঠশালাটির ভু'মিকা অন্যতম । ৩০ শতক যায়গা দান করে ১৯৪৫সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এছাড়া আকামত আলীর প্রচেষ্টায় ১৯৬৮ সালে দশঘরনোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৯৭৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠে। বিদ্যালয়ের আওতাধীন ৫৩ শতক জমি রয়েছে। এ বিদ্যালয় থেকে প্রতি বছর ছাত্র-ছাত্রীরা কৃতিত্বেও সাথে এসএসসি পাশ করে বিদ্যালয়ের ঐতিহ্য বৃদ্ধি করছে। প্রাক্তন ছাত্ররা দেশে-বিদেশে সুনামের সাথে দায়িত্ব পালন করছে। গ.উচ্চ মাধ্যমিক শিক্ষাঃ শাহপরান উচ্চ বিদ্যালয়টি এলাকার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষার পথকে আরোও সূদূর প্রসারী করেছে।। এছাড়া ৮০সালের দিকে ওয়াবদা বিদ্যুতের সংযোগ দেয়া হয়। অন্যান্য গ্রামের তুলনায় এগ্রামের লোকেরা বেশি মোবাইল ব্যবহার করায় এখানে গ্রামীণ ও একটেল কোম্পানী টাওয়ার সংস্থাপন করে। ব্যাপক চাহিদা থাকায় মোঃ মোস্তাফিজের উদ্দোগে ১০০ টি টিভিতে ডিস সংযোগ দেয়া হয়। এছাড়া বিদ্যুতের লোডশেডিং থেকে মুক্তি পাওয়ার জন্য গাজী মার্কেটে এরশাদের নেতৃত্বে জেনারেটর সার্ভিস চালু করা হয়। দেশ-বিদেশে দ্রুত যোগাযোগের জন্য মা টেলিকমের জুয়েল দ্রুতগতির ইন্টারনেটেরে ব্যবসা করেছে। স্কুলটির ফান্ড হিসেবে স্কুলের সামনে স্কুল মার্কেট নির্মাণ করা হয়।
কমিটি: সভাপতি জনাব সামছুদ্দিন ৮নং দশঘর ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ডর সদস্য।
বিগত পাঁচ বছরের শ্রেণী ভিত্তিক ফলাফল
পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার | সাল |
৯৪ | ৭৮% | ২০০৯ |
১১৩ | ৬৯% | ২০১০ |
১২৬ | ৬৪% | ২০১১ |
১৩৭ | ৭৯% | ২০১২ |
১২৭ | ৮৩% | ২০১৩ |
১। সরকার থেকে প্রত্যেক শেণীর বই বিনামূল্যে বিতরণ।
২। সরকার থেকে উপস্থিতির উপর মাসে টাকা প্রদান।
৩। এছাড়াও বিভিন্ন ক্লাব বা সমিতি মেধাবী ছাত্র-ছাত্রী জন্য বিভিন্ন শিক্ষা উপকরণের ব্যবস্থা করে।
০১। সমাপনি জেডিসি,দাখিল ও আলিম পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন।
০২। গ্রামের মানুষকে সচেতন করার জন্য শিশুদের শিক্ষাদেয়া ।
০৩। উল্লেখিত স্কুলের একটি সাহিত্য পাটাগার করার পরিকল্পনা রয়েছে।
০৪। একটি খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে।
০৫। একটি শহীদ মিনার করার পরিকল্পনা রয়েছে।
০৬। প্রতি বৎসর মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযেগিীতার জন্য একটি ফান্ড গঠন।
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ১নং ওয়ার্ডর অন্তর্গত মাছুখালী বাজার সংলঘ্নস্হানে
নিজামুল উলুম উচ্চ বিদ্যালয় অবস্হিত।
দশঘর
৮নং দশঘর ইউনিয়ন,
উপজেলা: বিশ্বনাথ,জেলা ,সিলেট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস