দশঘর ইউনিয়নের ইতিহাস

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় ৮নং দশঘর ইউনিয়ন অবস্থিত। অত্র ইউনিয়নটি আনুমানিক প্রায় ১৯৬০ সনে প্রতিষ্টিত হয়। এই ইউনিয়নটি ১৯৯০ সাল পর্যন্ত বর্তমান দশঘর সরকারী  প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত একটি পুরনো দালানে অবস্থিত ছিল। পূর্বে কাছারী বা জমিদার বাড়ী নামে পরিচিত ছিল একটি বাড়ী । সেই সময়ে জমিদার প্রথার চালু ছিল। জমিদাররা এই এলাকার সকলের বিচার শালিশি করতো বলে জানা যায়। কিন্তু বর্তমানে সেই জমিদার বাড়ীর প্রথা বিলুপ্ত হয়ে যায়। নতুন পরিষদ সাবেক চেয়ারম্যানগন জনাব মৃত হাজী রাশিদ মেৌলভী প্রয়াত মোঃআবুল কালাম রফুমিয়া প্রয়াত মোঃশফিকুর রহমান প্রয়াত মৃত আমিন প্রয়াত তাহাদের আত্বীয় স্বজন তথা এলাকার সম্মানী মুরব্বিয়ানগন মিলে পীরের বাজার সংলগ্ন ১কিলোমিটার উত্তরে ৮নং দশঘর ইউনিয়ন পরিষদ এবং দশঘর ইউনিয়ন ভুমি অফিস ও ইউনিয়ন পোষ্ট অফিসের পাশে ১৯৯২ সালে নতুন পরিষদ প্রতিষ্টিত হয়। সেই ইউনিয়ন পরিষদ এখনো পর্যন্ত কার্যক্রম চলছে। ২০০৩ সালে নতুন  দশঘর ইউনিয়ন কমল্পেক্স  বর্তমান চেয়ারম্যান হাজী মোঃ সফিক উদ্দিন আহমদের অনাকাঙিত পরিশ্রমে ভবন টি পরিচিতি লাভ করে।